Thursday, February 24, 2011

এইটা কি হইল?

আমি সাধারণত ট্রাফিক সিগন্যালে ভিক্ষুকদের ভিক্ষা দেই না। কারণ আমি জানি যে ঢাকায় এই ধরণের "হট স্পট" নিয়ে কি ব্যবসা হয়। এই স্পটগুলো চড়া দামে ভাড়া হয় এবং কিছু ব্যবসায়ী তা ভাড়া নেয়। তারা সেখানে কিছু ভিক্ষুক নিয়োগ দেয় এবং নিজ গাড়ী বা বাহনযোগে তাদেরকে নির্ধারিত স্থানে নামিয়ে দেয়া হয়। ভিক্ষুকেরা সারাদিন ভিক্ষা করে যা উপার্জন করে তার একটা ভাগ চলে যায় ওইসব ব্যবসায়ীর হাতে। এইটা খুবই প্রতিষ্ঠিত একটি ব্যবসা। সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। কারণ অনেক বড় বড় "দানব" এর সাথে জড়িত। এর প্রভাব এত বিস্তার করেছে যে, ঢাকার বাইরে থেকে অনেক সময় মানুষ ধরে এনে তাদেরকে জোরপূর্বক পঙ্গু করে রাস্তায় দাঁড় করিয়ে দেয়া হয়। এইসব নিয়ে পত্রিকাতেও কম লেখালেখি হয় নাই। তাই আমি সবসময় ট্রাফিক সিগন্যালে ভিক্ষা দেয়া থেকে নিজেকে বিরত রাখি। কারণ এরা তো ব্যবসা করছে, ভিক্ষা না।

কিন্তু আজ সকালে যখন অফিসের দিকে আসছি, তখন রাজারবাগ মোড়ে সিগন্যালে রিকসা দাঁড়াল। কিছুক্ষন পর একটা ভিক্ষুক দেখে আমার আসলেই মনে হল যে একে ভিক্ষা দেয়া যায়। সেই ভিক্ষুকটা আমার সামনের রিকসায় ভিক্ষা করছিল। আমি আগের সব কথা ভুলে গিয়ে যেই ভিক্ষা দেয়ার জন্য মানিব্যাগে হাত দিতে যাব, অমনি দেখি ভিক্ষুকটা আমার দিকে না এসে আমার পেছনে দাঁড়ানো গাড়িটির দিকে ছুটে গেল। আমি হতভম্ব! আমার বলার কিছুই রইল না।

-রেজওয়ান
যোগাযোগঃ rezwaneye2000@gmail.com

2 comments:

  1. রেজওয়ান, সচেতনতা তৈরির প্রয়াসটিকে স্বাগত জানাই। আমিও কিছুদিন আগে এই বিষয়ে একটা ব্লগ লিখেছিলাম। শেয়ার করার লোভ সামলাতে পারছি না:
    http://soothtruth.blogspot.com/2010/12/inside-bangladeshi-slumdogs-and-beggers.html

    ভালো থাকিস।

    ReplyDelete
  2. আমি বন্ধু কোন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইটা লিখিনি। আমি শুধু আমার দেখা ঘটনা শেয়ার করলাম। এইটা আমার একটা ডাইরী মাত্র। কিন্তু তুই যা করছিস, তা অসাধারণ! আমি সিরিয়াসঅলি তা admire করি। ভালো থাক, আর বেশি বেশি কাজ কর। দেশটাকে এগিয়ে নিয়ে যা।

    ReplyDelete