Monday, February 14, 2011

বিশ্বকাপ ক্রিকেট ২০১১!

আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে, বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর আসর আমাদের দেশে বসছে। শুধু তাই নয়, এর উদ্বোধনী অনুষ্টানের আয়োজক স্বাগতিক বাংলাদেশ। জাতি হিসেবে আজ আমরা গর্বিত। আমাদের এই আনন্দের আজ সীমা নেই।

বিশ্বকাপ ক্রিকেট-এর এই আয়োজন সফল করতে বাংলাদেশের প্রস্তুতির শেষ নেই। অনেক জল্পনা-কল্পনার পর ঢাকাকে তার পরিপূর্ণ রুপ মাধুরী ফিরিয়ে দিতে আয়োজকদের চেষ্টার কমতি নেই। ঢাকার দুটি স্টেডিয়াম (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও শেরে-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়াম)-কে মেরামত করে সাজানো হয়েছে নতুন জৌলুসে। স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় পড়েছে সাজ সাজ রব। সব কিছুতে রঙের ছোঁয়া লেগেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অতিথিদের চলাচলের রাস্তার দুই ধারের কোন বাড়ি পুরনো রঙ-চটা অবস্থায় থাকতে পারবে না। সবাইকে বাড়ি রঙ করতে হবে। বিশেষ করে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায়। রাস্তায় গাড়ি চলাচলের ব্যাপারেও রয়েছে কড়াকড়ি। পুরনো গাড়ি রাস্তায় নামতে পারবে না। গণপরিবহনে থাকতে হবে নতুন রঙের ছোঁয়া।

শুধু তা-ই নয়, প্রায় ২-৩ বছর ধরে অবহেলিত ঢাকার রাস্তাঘাট-ও পেয়েছে নতুনত্বের ছোঁয়া। নতুন পিচঢালা পথে লেগেছে নতুন চকচকে সাদা-কালো রোড মার্কিং। ফুটপাত-ও পিছিয়ে নেই এদিক থেকে। তাতেও বসেছে নতুন পেভারস, পেয়েছে রগ্নের ছোঁয়া। বেশিরভাগ রাস্তার ধার থেকে সরে গেছে হকার। রাস্তায় রাস্তায় ঝুলছে না কোন কেবল (তার)। সব মিলিয়ে একেবারে অচেনা এক ঢাকা।

হতেই হবে! বিশ্বকাপ ক্রিকেট-এর মত এইরকম একটা আন্তর্জাতিক মানের আয়োজন সফল করতে আয়োজকদের কাছ থেকে এইটুকুতো আশা করাই যায়। এর উপর আবার এর সাথে আমাদের দেশের ইমেজ জড়িত। সব কিছু মিলিয়ে এইবারের বিশ্বকাপ ক্রিকেট-এর আমাদের আয়োজন নিয়ে সবাই খুশি।

--------------------------------------------------------------------------------------------------

কিন্তু আমি আসলে এই ব্যাপারে কোন কথা বলতে চাই না। আমি বলতে চাই এর পরবর্তিতে আমাদের অবস্থা কি হবে, তা নিয়ে। বিশ্বকাপ ক্রিকেট-এর আয়োজন মাস-দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর কি ঢাকা আবার তার পুরনো চেহারায় ফিরে যাবে? সে কি আবারও তার রুপ-জৌলুস হারাবে? কিছু জিনিস হয়ত এমনই থেকে যাবে। যেমন রাস্তায় হয়ত আর তারের (কেবল) জাল দেখা যাবে না। কিন্তু রাস্তায় রাস্তায় আবার হকারদের উৎপাত বেড়ে যাবে, আবার দেখা যাবে রংচটা পুরনো বাস, দেখা যাবে দেয়ালে দেয়ালে অবাঞ্ছিত পোস্টার। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্য নেয়া সব পদক্ষেপ ভেস্তে যাবে তখন। এখনকার মত পরিচ্ছন্ন রাস্তাঘাটও তখন দেখা যাবে না। কিন্তু কেন?

আমরা যদি এত কম সময়ের মধ্যে একটা আয়োজন সফল করার জন্য ঢাকায় এত আমূল পরিবর্তন আনতে পারি, তাহলে কেন আমরা সেটা সারা বছর ধরে রাখতে পারি না? আমাদের কি লোকবলের অভাব? না! আমাদের সদিচ্ছার অভাব।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে আয়োজকদের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাই যেন পরিচ্ছন্ন ঢাকা গড়ার এই উদ্যোগ সব সময় অব্যাহত থাকে।


রেজওয়ান
যোগাযোগ - rezwaneye2000@gmail.com

No comments:

Post a Comment