পটভুমি:
বাসার ড্রয়িংরুম, ফ্যান ঘুরছে, সোফায় বসা আমি, হাতের কাছে দুটি গ্লাস, একটিতে পানি আরেকটিতে বেলের শরবত...
ঘটনা প্রবাহ:
যদিও প্রচুর পানি পিপাসা পেয়েছে প্রায় 1:30 ঘন্টা হাঁটার পর, তারপরও থেকে থেকে বেলের শরবতের গ্লাসের দিকেই চোখ যাচ্ছিল... জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে খুব বেশি চিনি দেয়া হয়নি শরবতে, তাই ঠিক করলাম যে শরবতটাই খাব... এরই মাঝে উনি এসে আমার সাথে বসলেন আমাকে সংগ দেবার জন্য...
বাসার ড্রয়িংরুম, ফ্যান ঘুরছে, সোফায় বসা আমি, হাতের কাছে দুটি গ্লাস, একটিতে পানি আরেকটিতে বেলের শরবত...
ঘটনা প্রবাহ:
যদিও প্রচুর পানি পিপাসা পেয়েছে প্রায় 1:30 ঘন্টা হাঁটার পর, তারপরও থেকে থেকে বেলের শরবতের গ্লাসের দিকেই চোখ যাচ্ছিল... জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে খুব বেশি চিনি দেয়া হয়নি শরবতে, তাই ঠিক করলাম যে শরবতটাই খাব... এরই মাঝে উনি এসে আমার সাথে বসলেন আমাকে সংগ দেবার জন্য...
"বাসার সবাই কেমন আছে?"
"জ্বি, ভালো..."
(বলতে বলতে শরবতের গ্লাসে চুমুক দিলাম)
"আজকে অফিস থেকে কোথায় কাজ ছিল?"
"জ্বি, লালমাটিয়া..."
(আবারও এক চুমুক খেলাম)
"অফিসে ফিরেছ কখন?"
"বিকালে..."
(চুমুক continues)
"তোমার অফিসের কোন বস নাকি অসুস্থ?"
"জ্বি, ওনার ক্যান্সার ধরা পড়েছে, সিঙ্গাপুরে আছেন, কেমোথেরাপি নিচ্ছেন..."
"ও আচ্ছা!"
"জ্বি"
(আবারও এক চুমুক)
কিছুক্ষণের নীরবতা... মাঝেমাঝে শরবতের চুমুক আর আবার নীরবতা... ঘরে শুধু আমরা দুটি প্রাণী, এরই মাঝে ফ্যানের বাতাসের আওয়াজ আর তারপর আবারো নীরবতা... মনে মনে আকাশ বাতাস আউড়ে বেড়াচ্ছি 'আর কি বলা যায়...' নাহ! কিচ্ছু মনে পড়ছে না...
তখন আমি আবারও মনোযোগী হলাম আমার শরবতের গ্লাসে... পরপর কয়েক চুমুকে গ্লাস খালি করার পর উনি আস্তে করে উঠে বল্লেন,
"যাও বাবা, এবার ঘরে গিয়ে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও..."
"জ্বি"
(perhaps probably the most awkward conversation of my life... this happens everytime when I meet my father-in-law)
"জ্বি, ভালো..."
(বলতে বলতে শরবতের গ্লাসে চুমুক দিলাম)
"আজকে অফিস থেকে কোথায় কাজ ছিল?"
"জ্বি, লালমাটিয়া..."
(আবারও এক চুমুক খেলাম)
"অফিসে ফিরেছ কখন?"
"বিকালে..."
(চুমুক continues)
"তোমার অফিসের কোন বস নাকি অসুস্থ?"
"জ্বি, ওনার ক্যান্সার ধরা পড়েছে, সিঙ্গাপুরে আছেন, কেমোথেরাপি নিচ্ছেন..."
"ও আচ্ছা!"
"জ্বি"
(আবারও এক চুমুক)
কিছুক্ষণের নীরবতা... মাঝেমাঝে শরবতের চুমুক আর আবার নীরবতা... ঘরে শুধু আমরা দুটি প্রাণী, এরই মাঝে ফ্যানের বাতাসের আওয়াজ আর তারপর আবারো নীরবতা... মনে মনে আকাশ বাতাস আউড়ে বেড়াচ্ছি 'আর কি বলা যায়...' নাহ! কিচ্ছু মনে পড়ছে না...
তখন আমি আবারও মনোযোগী হলাম আমার শরবতের গ্লাসে... পরপর কয়েক চুমুকে গ্লাস খালি করার পর উনি আস্তে করে উঠে বল্লেন,
"যাও বাবা, এবার ঘরে গিয়ে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও..."
"জ্বি"
(perhaps probably the most awkward conversation of my life... this happens everytime when I meet my father-in-law)
No comments:
Post a Comment