Monday, April 11, 2016

একটি অপ্রত্যাশিত কল!

“ভাই, আপনি আমার সিভি/প্রোফাইল টা পড়ে দেখেছেন?”

“হ্যা! আমি আপনার প্রোফাইল টা পড়ে দেখেছি। আপনি এখন এম,জে,এল-এ আছেন না?”

“জ্বি!”

“হ্যা, আমরা আপনার সিভি দেখেই আপনাকে নক করেছি। আমাদের এইখানে _______ পজিশনের জন্য আমরা রিক্রুটমেন্ট করছি। আগামীকাল আমাদের এইখানে একটা ইন্টারভিউ আছে। আপনি এখন কনফার্ম করলে আমি আগামীকালের জন্য আপনাকে টাইম দেব।“

“ভাই, আমি আসলে বুঝতেসি না যে আমার কি করা উচিত। আমার ক্যারিয়ার কিন্তু এখনও পর্যন্ত ব্র্যান্ড/মার্কেটিং/প্রোডাক্ট রিলেটেড... আর আপনি আমাকে অফার করছেন সেলস-এর একটা সিনিয়র পজিশন! আমি বুঝতেসি না যে আমি ওই পজিশনটার জন্য ফিট কিনা...”

“আমি আপনার প্রোফাইল পড়েছি, আপনি আমাদের এই পজিশনের জন্য এপ্লাই করতে পারবেন। আমি আপনাকে আমাদের জে,ডি, টা পাঠিয়ে দিচ্ছি। আপনি একটু দেখে তারপর ডিসিশন নিন।“

“ওকে, ঠিক আছে, পাঠিয়ে দিন। আমি আপনাকে পরে কল করছি।“

(phone disconnected)

I don’t know আমার কি করা উচিত! একটা company-র HR থেকে ফোন করে সেলস এর জন্য লোক খুঁজতে গিয়ে আমাকে খুঁজে পেল কোত্থেকে!!! :O what should I tell him now!? আমি আবার সরাসরি ‘না’ করতে পারি না... :P

No comments:

Post a Comment