মনে হল পিছনেই তো দাঁড়ানো... এইত টের পেলাম, ঠিক আমার পেছনেই! আচ্ছা, হতেই পারে, কেউ দাঁড়িয়ে থাকতেই পারে... আমার নামায শেষ হলে সে নিশ্চয়ই আমার জায়গাটায় দাঁড়াবে। কিন্তু কোথায়! আমার আশেপাশে আরও দুইজনের নামায শেষ হয়ে গেলেও সে সেখানে দাঁড়াল না! আমি এখনও মসজিদে নামাযের মধ্যেই আছি... কিন্তু এর মাঝেও এইসব চিন্তা করছি। দুই রাকআত নামায শেষ করে সালাম ফিরিয়ে আমি পিছনে তাকালাম। বিশাল স্বাস্থের একজন মানুষ, দাঁড়িতে মেহেদি দিয়ে কমলা রঙ করা, আমার পিছনে বাঁ দিকে দাঁড়ানো। যদিও আমার পিছনেই দাঁড়ানো কিন্তু আমার দিকে তার কোন মনোযোগ নেই। অন্যদিকে তাকিয়ে যেন কিছু দেখছেন, কিন্তু চেহারায় কোন আকুলতা বা অন্য কোন ব্যস্ততার চিহ্ন নেই। আমি ওনার দিকে একনজর দেখে আবার সামনে ফিরে নামাযে মনোযোগ দিলাম। এরই মধ্যে টের পেলাম লোকটা আমার পিছনে বাঁ দিক থেকে সরে গিয়ে ডান দিকে দাঁড়াল। যেহেতু আমার একেবারে সাথেই দাঁড়ানো তাই ওনার এই সামান্য নড়াচড়াও আমার নামাযের মনোযোগ নষ্ট করতে সমর্থ। প্রতিবার রুকু বা সিজদায় গিয়ে টের পাই উনি আমার পিছনেই আছেন, কিন্তু জায়গা বদল করছেন।
ঠিক এই মূহুর্তে সিজদায় গিয়ে আমার মনে হল, উনি যদি মানুষ না হয়ে অন্যকিছু হন! আমি যা দেখছি তা যদি উনি না হন! উনি যদি এর চাইতেও বেশি কিছু হন!? ... ... উনি যদি আজরাইল (মৃত্যুর ফেরেশতা) হন!!!!
এই চিন্তা মাথায় আসার পর থেকে আমার মনে হতে লাগল, এই বুঝি আমার সময় ঘনিয়ে এল... ... এই বোধহয় আমার শেষ নামায! সে মনে হয় আমার জন্যেই অপেক্ষা করছে... অপেক্ষা করছে কখন আমার নামায শেষ হয়! আমার নামায শেষ হলেই আমার জান কবজ করে নিয়ে যাবে... !!!
আমি অনেক ধীরে-সুস্থে দুই রাকআত সুন্নাত নামায শেষ করলাম। শেষ করে একবার পিছনে ভদ্রলোকের দিকে তাকালাম। উনি আগের মতই নির্বিকার ভঙ্গিতে আমার পিছনেই দাঁড়ানো। এবং আশেপাশে আরও জায়গা থাকলেও উনি সেখানে নামাযে দাঁড়াচ্ছেন না! আমি অনেক কষ্টে আমার পরবর্তি বিতির নামাযে মনোনিবেশ করলাম।
এই তিন রাকআত নামাযের মাঝে একগাদা চিন্তা আমার মাথায় এসে ভিড় করল- কি করেছি, কি করছি, কি করা উচিত ছিল, কেন করতে পারলাম না... ... ... আমি আমার নামায শেষ করলাম। সালাম ফিরালাম। পিছনে তাকিয়ে দেখি সেখানে এখন আর কেউ নেই!
উফ্!!! ভালই ভয়ে ছিলাম এতক্ষন!!!
ঠিক এই মূহুর্তে সিজদায় গিয়ে আমার মনে হল, উনি যদি মানুষ না হয়ে অন্যকিছু হন! আমি যা দেখছি তা যদি উনি না হন! উনি যদি এর চাইতেও বেশি কিছু হন!? ... ... উনি যদি আজরাইল (মৃত্যুর ফেরেশতা) হন!!!!
এই চিন্তা মাথায় আসার পর থেকে আমার মনে হতে লাগল, এই বুঝি আমার সময় ঘনিয়ে এল... ... এই বোধহয় আমার শেষ নামায! সে মনে হয় আমার জন্যেই অপেক্ষা করছে... অপেক্ষা করছে কখন আমার নামায শেষ হয়! আমার নামায শেষ হলেই আমার জান কবজ করে নিয়ে যাবে... !!!
আমি অনেক ধীরে-সুস্থে দুই রাকআত সুন্নাত নামায শেষ করলাম। শেষ করে একবার পিছনে ভদ্রলোকের দিকে তাকালাম। উনি আগের মতই নির্বিকার ভঙ্গিতে আমার পিছনেই দাঁড়ানো। এবং আশেপাশে আরও জায়গা থাকলেও উনি সেখানে নামাযে দাঁড়াচ্ছেন না! আমি অনেক কষ্টে আমার পরবর্তি বিতির নামাযে মনোনিবেশ করলাম।
এই তিন রাকআত নামাযের মাঝে একগাদা চিন্তা আমার মাথায় এসে ভিড় করল- কি করেছি, কি করছি, কি করা উচিত ছিল, কেন করতে পারলাম না... ... ... আমি আমার নামায শেষ করলাম। সালাম ফিরালাম। পিছনে তাকিয়ে দেখি সেখানে এখন আর কেউ নেই!
উফ্!!! ভালই ভয়ে ছিলাম এতক্ষন!!!
No comments:
Post a Comment