Thursday, April 7, 2016

কোটিপতি...

“আচ্ছা ভাই, ট্যাকা পাইলে মানুষের ব্যবহার বদলায় যায়, না?”
“কিছুটা তো বদলায়”
“আপনারে তহন অন্যভাবে দেখে, না?”
“হুম!”
“বুঝছেন ভাই, ট্যাকা মাইনষেরে বদলায় দেয়”
“হুম!”
“ভাই, আমি না কিছু জমি বেচছি বুঝছেন! আমার কিছু জমি ছিল, অনেক কষ্ট কইরা রাইখা দিছিলাম আমি আর আমার মায়।“
“হুম”
“ভাই হেরডা বেইচা দিল, আর আমি আমারটা রাইখা দিছিলাম... তহন এই জমির দাম আছিল ১০,০০০-১৫,০০০ টাকা শতক...”
“হুম!”
“আমি বেচি নাই, কষ্ট কইরা রাইখা দিছি... ঢাকার আইয়া রিশকা চালাইছি... আর এই যে গেল মাসে জমিডা বেইচা দিলাম...”
“কত দিয়া বেচলা?”
“ভাই, অহন দাম উঠছে ৩৫০,০০০ টাকা শতক!”
“বল কি!!!”
“হ ভাই, আমি জায়গা বেইচা বাড়িত আছিলাম সাতদিন... এই সাতদিনে মনে করেন আমার এমন কুনো আত্মিয় স্বজন নাই যে আমারে খোঁজ নেয় নাই...”
“হুম...”
“এমন লোক, যার বাড়িতে গেলে আমারে ড্রয়িংরুমে বইতে দেয় নাই, হেই বেডায়ও আমার বাড়িতে আইয়া আমার খোঁজ নিয়া গেসে... আমারে ফোন দিসে... মনে করেন সাত দিনে মেহমানদারি করতে গিয়া আমার ২৫,০০০ টাকা খরচ হয়া গেসে...”
“বল কি!!”
“ভাই, লোকে আমারে বুদ্ধি দেয়, এইডা কর ওইডা কর... আমি ভাই বুইঝা শুইনা ট্যাকা খরচ করতাছি... ভাইডারে একটা ট্রাক্টর কিন্না দিছি, খরচ হইসে ১৭,০০,০০০ টাকা”
“বল কি মিয়া! ট্রাক্টর কিনতে এত খরচ!?”
“ট্রাক্টর আর সাথে আরও যন্ত্রপাতি আছে... বড় ক্ষেতে একবারে চাষ করা যাইব...”
“হুম...”
“আর বাকি ট্যাকা নিয়া আমি ঢাকায় চইলা আইসি... ব্যাংকে রাখসি... আর অহন আমি পরামর্শ করতাসি কি করা যায়... এক আর্মি স্যার আমারে কইসিল কিছু বুদ্ধি দিব, আমারে ফোন দিসে...”
“দেইখ, বুইঝা শুইনা কাজ কইর... সবাইরে বিশ্বাস করতে যাইয়ো না...”
“নাহ্‌, আমি হিসাব কইরাই চলতাসি...”


(conversation continues…)


এই conversation এর মাঝে আমি realize করলাম যে আমি এক কোটিপতি রিকশাওয়ালার রিকশাতে চড়লাম... যে তার কোটি টাকার (হিসেব থেকে আন্দাজ করলাম সে প্রায় দেড় কোটি টাকার জায়গা বেঁচে এসেছে) জায়গা বেঁচে এসেছে আর তারপরও সে এখনও রিকশা চালাচ্ছে...

আসলে আমাদের দেশের সব রিকশাওয়ালাই কিন্তু গরীব না, কেউ কেউ আছে যারা আসলে নিজ দেশে কাজের অভাবে ঢাকায় আসে, আর এখানে এসে কাজ করে কাজের খাতিরে, কাজ নিয়ে থাকার জন্য (আমার realization)... so next time কোন রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করার আগে দশবার চিন্তা করে নিয়েন, may be he is richer than you are…

No comments:

Post a Comment