Wednesday, April 8, 2015

feeling পুরাই মাথা নষ্ট!

একটা পুরনো টাইপ রাইটার, তাতে বেজেই চলেছে টাইপিং-এর শব্দ...
টাইপ করতে করতে রাইটারের মাথা খারাপ অবস্থা, মেশিন দিয়ে রীতিমত ধোয়া বের হচ্ছে...
দূর থেকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা তোলপার হয়ে যাচ্ছে সেখানে অথবা ঝড় বয়ে যাচ্ছে...
মনে হচ্ছে এখনি ফায়ার সার্ভিসকে একটা কল দিই আর আসতে বলি আগুন নেভানোর জন্য...

মানুষের মাথার সাথে যদি কোন টাইপ রাইটার জাতীয় কিছু একটা এটাচ করে দেয়া যেত, যার কাজ থাকবে একটা মাথা সারাক্ষণ যা যা চিন্তা করে সাথে সাথে তা টাইপ করে ফেলা, তাহলে হয়ত ওইরকম কিছু একটা ঘটত... টাইপ করতে করতে মেশিন নষ্ট হবার অবস্থা... মানুষের মাথাই নষ্ট হয়ে যায়, ওইটাতো একটা অবলা মেশিন...

সারাক্ষণ মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে শতাধিক চিন্তাধারা, অজস্র বিষয়... কোনটা রেখে কোনটায় ফোকাস করব? কি থেকে কি চিন্তা করব? কিছু বুঝে উঠার আগেই নতুন আরও কিছু চিন্তা এসে জমাট বাঁধে মনে... অত্যন্ত কমপ্লিকেটেড এই লাইফটাকে আরও একটু কমপ্লিকেটেড করতে এই একটা মাথাই যথেষ্ট...

5 comments: