Saturday, May 30, 2015

পরাধীন মনের হাবিজাবি চিন্তা!

'পা' কে যদি 'পা' না বলে 'হাত' বলা হত? 'হাত' কে যদি 'হাত' না বলে 'পা' বলা হত?
'সোজা' কে যদি 'উল্টা' আর 'উল্টা' কে যদি 'সোজা' বলা হত?
'ভালো' কে যদি 'খারাপ' আর 'খারাপ' কে যদি 'ভালো' বলা হত?

মাঝেমধ্যে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করতে না পারাতে কিছুটা এমনই ধারণা জেগে উঠে মনে... অথবা কে জানে, হয়তবা মন্দটাই তখন আকর্ষণীয় মনে হয়... হয়তবা মন্দটাই তখন পেতে চাই... মন্দটাতেই ভালো খুঁজতে চায় মন...

মন ভালো নেই...

আমাদের সারাটা জীবন চলে যায় অন্যের জন্য বেঁচে থাকতে... আমরা সামাজিক জীব, সমাজের আর দশটা মানুষের সাথে মিলেমিশে চলতে হয়... সবার মন রক্ষা করে চলতে হয়... আর কেউ না হোক কমপক্ষে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তার মন রক্ষা করে চলতে হয়, তার দেখানো পথে চলতে হয়... আমরা আসলে কিন্তু স্বাধীন নই! আমরা পরাধীন! নিজের মন যখন যা চাইলো আমরা তাই করতে পারিনা...

আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু কোন নিশ্চয়তা নেই কতক্ষণ! আমরা পড়ালেখা করছি, বড় হচ্ছি, কিন্তু সেটা নিজের জন্য নয়, সাথের মানুষগুলোর জন্য... আমরা চাকরি করছি, ব্যবসা করছি, উপার্জন করছি, কিন্তু খরচ করতে আমরা পরাধীন! আমাদের কোন স্বাধীন চিন্তা বলে কিছু নেই... প্রতি মূহুর্তে আমাদের চিন্তাধারা প্রভাবিত হচ্ছে আমাদের চারপাশের বিভিন্ন উপাদান দিয়ে... এদের মধ্যে পরিবেশ, মানুষ, প্রাণী, উদ্ভিদ, আলো, বাতাস সবই পড়ে যায়...

এর বাইরেও একটি দেশে বাস করতে গিয়ে আমরা সারাক্ষণ সরকারী আর ধর্মীয়ভাবে আমরা সৃষ্টিকর্তার নজরদারীর মধ্যে আছি... ধর্মীয়ভাবে যদি এর ব্যাখ্যা দিতে যাই তাহলে বলতে হয়, আমরা 'গোলাম'... আমরা 'আব্‌দ'...

দুনিয়াতে আমাদের যত টাকা পয়সাই থাকুক আর না থাকুক, আমরা যেমন কোন নজরদারীর বাইরে নই; ঠিক তেমনিভাবে আমরা সৃষ্টিকর্তার কাছেও বাঁধা... under 24 hours surveillance...

No comments:

Post a Comment