আজ রাতে পালিত হবে পবিত্র শব-ই-ক্বদর। মহিমান্বিত রজনী, গুনাহ মাফের রজনী, পবিত্র কোরআন নাজিলের রজনী। এই রাতে আল্লাহপাক বান্দার জন্য নিজের রহমতের দুয়ার খুলে দেন। বান্দার শুধু চাইবার অপেক্ষা মাত্র, তিনি সাথে সাথে কবুল করে নেন।
যদিও শব-ই-ক্বদর নিয়ে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। রাসুল (সাঃ) বিভিন্ন সময়ে বলে গেছেন, তোমরা রমযানের শেষ ১০ দিনের বিজোড় রাত্রিগুলোতে শব-ই-ক্বদর তালাশ কর। অর্থাৎ, শুধুমাত্র এই একটি রজনীই নয়, রমযান মাসের শেষ ১০ দিনের প্রতিটি বিজোড় রাত্রির যে কোন একটি হতে পারে শব-ই-ক্বদর। তাই শুধু একরাতের ইবাদতে নিজেদের মশগুল না করে প্রতি বিজোড় রাতেই আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করা উচিত।
এরপরও শুধুমাত্র এই একটি রজনী (২৬ রমযান- রাত) নিয়েই বেশি কথা হয় কারণ, বেশিরভাগ আলেম ওলামাদের বাণীতে এই রাতের কথা উঠে এসেছে অনেক আগে থেকেই। তাই সবাই সর্বসম্মতভাবেই এই রাতটিকেই বেশি মহিমান্নিত হিসেবে মনে করে ইবাদত বন্দেগী করেন।
এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল, এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়। কোরআন, যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কিতাব। যাতে রয়েছে মানব জাতির কল্যাণের জন্য পথনির্দেশনা। কোরআন-ই হল এখনও পর্যন্ত নাযিল হওয়া সমস্ত আসমানী কিতাবের মধ্যে শেষ্ঠ, যা নাযিল হওয়ার সাথে সাথে পুর্বের সকল আসমানী কিতাব বাতিল করে দেয়া হয়।
পবিত্র কোরআনে শবে কদর বা লাইলাতুল কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। এই রাতে এক রাকায়াত নফল নামাযের সওয়াব অন্য মাসের ফরজ নামাযের সমান হবে।
পবিত্র কোরআনে লাইলাতুল ক্বদর সম্পর্কে যা বলা আছে-
بسم الله الرحمن الرحيم
পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
আমি একে নাযিল করেছি শবে-ক্বদরে।
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
শবে-ক্বদর সমন্ধে আপনি কি জানেন?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
শবে-ক্বদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
অতএব এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করব। বেশি করে কোরআন তেলাওয়াত করব।
- রেজওয়ান
২৬শে রমযান ১৪৩১
২২ ভাদ্র ১৪১৭
৬ সেপ্টেম্বর ২০১০
(সুরা ক্বদর এবং এর তরযমা নেয়া হয়েছে http://quran.com/97 থেকে)
No comments:
Post a Comment