Thursday, September 2, 2010

সমাজে যারা আর দশটা লোকের মত চলতে পারে না; হয়ত কথা বলায় সমস্যা থাকে, হয়ত বলতেই পারে না, হয়ত শুনতে পারে না, হয়ত দেখতে পারে না, যারা আর দশটা লোকের মত স্বাভাবিক না, তাদের আমরা সাধারণআর দশটা লোকের মত স্বাভাবিক না,ে না, হয়ত কথা বলায় সমস্যা থাকে, হয়ত বলতেই পারে না, হয়ত শুনতে পারে না, হয়ত দেখতে পারে না, হয়তত প্রতিবন্ধী বলে থাকি।

সমাজে স্বচ্ছন্দভাবে চলার ক্ষেত্রে, নিজেদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে এরা অনেকাংশেই আমাদের উপর নির্ভরশীল। কিন্তু আমরা এদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করছি? আমরা কতটুকুইবা এদের সহায়তা দিচ্ছি?

মানুষ সামাজিক জীব। এরা সমাজে দলবদ্ধ হয়ে বাস করে। কিন্তু আমাদের এই তথাকথিত সমাজ ব্যবস্থায় যারা আমাদের মত স্বাভাবিক আচরণ করতে পারে না, তাদের আমরা আলাদা করে দেই, দূরে ঠেলে দেই। আমরা তাদের সাহায্য করতে কুন্ঠাবোধ করি। এটা কি মানুষের চরিত্র হওয়া উচিত?

আর যারা সমাজের এই প্রচলিত ধারণা উপেক্ষা করে ওই সকল মানুষের সেবায় এগিয়ে গেছেন, তারাই আজ পৃথিবীতে স্মরণীয় বরণীয়।

No comments:

Post a Comment