Thursday, August 3, 2017

সরকারী জিনিস বলে কথা...

সরকারী জিনিসের যে কি হাল হয় তা তো আমাদের সবারই জানা আছে। আমরা আসলে নিজের টাকা দিয়ে কোন কিছু কিনলে শুধু তখনই মায়া করতে জানি, অন্যের কোন কিছুর ব্যাপারে আমাদের এই মায়া কাজ করে না... তবে যদি শুধু মায়া কাজ না করত তাহলেও বোধহয় ভালোই ছিল, কিন্তু আমরা আবার তখন এক ধাপ এগিয়ে যাই... আমরা আবার সেইটা ধ্বংস করার জন্য পিছু লেগে যাই! তাই বলছিলাম যে আমরা আসলে হিংসেপ্রবণ জাতি। নিজেরা যদি উঠতে না পারি তাহলে আরেকজনকে উঠতে সাহায্য তো করবই না বরং তাকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেই পথ খুঁজে বের করতে তৎপর হয়ে থাকি। আমরা আসলে জাতি হিসেবে সবসময় এমন্টিই ছিলাম, কখনও এর চাইতে ভালো কিছু ছিলাম না। যদি অতীত ইতিহাস অথবা পুরনো ছবি ঘেঁটে দেখা যায়, তাহলেই এর প্রমাণ পাওয়া যাবে।

আমরা আগে থেকেই এইরকম অসভ্য আর অগোছালো জাতি ছিলাম। আগে থেকেই এই রকম নিচু মানের জাতি ছিলাম। আগে থেকেই এই রকম বাজে স্বভাবগুলো ছিল আমাদের। আমরা সবসময় রাস্তার মাঝখান দিয়েই হাঁটতাম, রাস্তার ধার দিয়ে না রেখে গাড়ী অথবা রিকসা রাস্তার মাঝামাঝি দিকে পার্ক করতাম, দেয়ালে বা বড় বিল্ডিংয়ের গায়ে চিকা মারতাম, পথ চলতে কাউকে কোন কাজ করতে দেখতে অথবা সামান্য রাস্তা খোঁড়াখুঁড়ি দেখতে অথবা শুধুমাত্র কেউ একটা বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকলে তার দিকেই হা করে আরও দশজন তাকিয়ে থাকতাম।

বস্তি এবং অসভ্য জাতি আমরা। 

No comments:

Post a Comment