শেষ রাতে বসে বসে এইসব ভিডিও দেখার কোন মানে হয় না... কেন যে দেখতে বসেছিলাম, এখন খালি বারবার পিছনে তাকাচ্ছি! এখনতো রুমের লাইট বন্ধ করতেও ভয় পাচ্ছি! don't know about true or false... but এই ভিডিওটা দেখে যতটা না ভয় পেলাম তার চাইতে বেশি ভয় পাইসি ভিডিওটা দেখার সময় একটা ইনসিডেন্টের জন্য...
ভিডিওটা চলতে চলতে যখন ৫৩ সেকেন্ডে আসে তখন ভিডিওতে দেখা যায় যে লাইটটা একবার বন্ধ হয়ে আবার অন হয়ে যায়... ঠিক simultaneously তখনি আমার রুমের লাইটটাও অফ হয়ে আবার অন হয়... !!! এমনিতেই শেষ রাত, তার উপর একলা রুমে, বাইরে অন্ধকার, কোন আওয়াজ নাই!!! at that moment i felt a chill and তখন মারাত্মক ভয় খেয়ে যাই!!!
হঠাৎ আমার মনে হতে থাকে যে আমার ঠিক পেছনেই কে যেন বসে আমার সাথে এই ভিডিওটা দেখছে, অবচেতন মনের কল্পনায় হয়ত সে বসে বসে হাসছে; পৈশাচিক হাসি... আমি হয়ত সেই হাসির আওয়াজটাও শুনলাম... হয়ত আর বেশি সময় বাকি নেই আমার... ওইতো, আবার মনে হয় শুনলাম সেই হাসিটা! ভয়ংকর কিছু চিন্তা মনের ভেতর বাসা বাঁধে, আমার হৃদ-স্পন্দন বাড়িয়ে দেয়... এইসব ভাবতে ভাবতে মনের অজান্তেই কখন যে এক বার 'আয়াতুল কুরসি' পড়ে ফেললাম জানি না... তারপর নিজেকে একটু সামলে নিয়ে বিছানা থেকে উঠে গিয়ে ফজরের নামাযটা পড়লাম।
আহ! এখন একটু ভালো লাগছে... শান্তি! যাক, ব্যাপার না, এইটা এমন কিছুই না, just একটা coincidence মাত্র - এইসব মনে মনে চিন্তা করতে করতে ল্যাপটপ নিয়ে বসলাম যে ভিডিওটা শেয়ার দেই সবার জন্য... শেয়ার দিতে গিয়ে চিন্তা করলাম ঘটনাটাও বলি সবাইকে। কিন্তু ঘটনাটা লিখতে গিয়ে আমার মনে হতে লাগল যে ভয়টা এখনও আমার ভেতর রয়ে গেছে, পুরোপুরি যায়নি... আমি আসলে লিখতে চেয়েছিলাম দুই লাইন, কিন্তু লিখে ফেললাম অনেক কিছু! আর এই লেখার মাঝেও আমি প্রায় ৩ থেকে ৪ বার আমার পিছনে তাকিয়ে নিয়েছি! কেন জানি আমার মনে হচ্ছে, এখনও আমার পেছনে দাঁড়িয়ে কেউ এই লেখাটা পড়ছে... !!!
ভিডিও লিংকটা নিচে দিয়ে দিলাম...
https://youtu.be/h3KRv_SN4Go
ভিডিওটা চলতে চলতে যখন ৫৩ সেকেন্ডে আসে তখন ভিডিওতে দেখা যায় যে লাইটটা একবার বন্ধ হয়ে আবার অন হয়ে যায়... ঠিক simultaneously তখনি আমার রুমের লাইটটাও অফ হয়ে আবার অন হয়... !!! এমনিতেই শেষ রাত, তার উপর একলা রুমে, বাইরে অন্ধকার, কোন আওয়াজ নাই!!! at that moment i felt a chill and তখন মারাত্মক ভয় খেয়ে যাই!!!
হঠাৎ আমার মনে হতে থাকে যে আমার ঠিক পেছনেই কে যেন বসে আমার সাথে এই ভিডিওটা দেখছে, অবচেতন মনের কল্পনায় হয়ত সে বসে বসে হাসছে; পৈশাচিক হাসি... আমি হয়ত সেই হাসির আওয়াজটাও শুনলাম... হয়ত আর বেশি সময় বাকি নেই আমার... ওইতো, আবার মনে হয় শুনলাম সেই হাসিটা! ভয়ংকর কিছু চিন্তা মনের ভেতর বাসা বাঁধে, আমার হৃদ-স্পন্দন বাড়িয়ে দেয়... এইসব ভাবতে ভাবতে মনের অজান্তেই কখন যে এক বার 'আয়াতুল কুরসি' পড়ে ফেললাম জানি না... তারপর নিজেকে একটু সামলে নিয়ে বিছানা থেকে উঠে গিয়ে ফজরের নামাযটা পড়লাম।
আহ! এখন একটু ভালো লাগছে... শান্তি! যাক, ব্যাপার না, এইটা এমন কিছুই না, just একটা coincidence মাত্র - এইসব মনে মনে চিন্তা করতে করতে ল্যাপটপ নিয়ে বসলাম যে ভিডিওটা শেয়ার দেই সবার জন্য... শেয়ার দিতে গিয়ে চিন্তা করলাম ঘটনাটাও বলি সবাইকে। কিন্তু ঘটনাটা লিখতে গিয়ে আমার মনে হতে লাগল যে ভয়টা এখনও আমার ভেতর রয়ে গেছে, পুরোপুরি যায়নি... আমি আসলে লিখতে চেয়েছিলাম দুই লাইন, কিন্তু লিখে ফেললাম অনেক কিছু! আর এই লেখার মাঝেও আমি প্রায় ৩ থেকে ৪ বার আমার পিছনে তাকিয়ে নিয়েছি! কেন জানি আমার মনে হচ্ছে, এখনও আমার পেছনে দাঁড়িয়ে কেউ এই লেখাটা পড়ছে... !!!
ভিডিও লিংকটা নিচে দিয়ে দিলাম...
https://youtu.be/h3KRv_SN4Go