Saturday, May 11, 2013

কোন দেশে আছি আমরা!

"এই কে? কে ছাদে? ডাকতেসি শুনে না কেন! কে ওখানে? ... মানুষ দেখা যাচ্ছে অথচ কথা শুনে না... আগুন লাগল নাকি!!! ছাদে কে? আগুন কেন ছাদে??"

অনেক সময় ধরে খুবই ক্ষিণ কন্ঠে ভেসে আসছিল এই কথাগুলো। কান পেতে শুনলাম এক ভদ্রমহিলা তারস্বরে চিৎকার করছেন আমাদের মনোযোগ আকর্ষনের জন্য। আমরা তাকালাম-

"জ্বি, আমাদের বলছেন?"
"হ্যা! ওখানে আগুন দেখা যাচ্ছে, কি হচ্ছেটা কি?"

বিরক্ত হলাম। এক মহিলা তার বাসার বারান্দা থেকে ছাদে আমাদের উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন। আমরা ঠিক তার মাথা উপরে। সাধারণত বাসার বারান্দা থেকে ছাদে কি হচ্ছে তা দেখা যাবার কথা না। কিন্তু ওই বারান্দাটা আবার একটু বাইরের দিকে ঝুলন্ত। তাই সে তাকিয়ে ছাদের এক কোণায় (যা ঠিক তার মাথার উপর) আমাদের দেখতে পাচ্ছিলেন।

আমাদের উত্তরঃ "আমরা বার-বি-কিউ করছি"
ভদ্রমহিলাঃ "ও! তা শুনেন না কেন? কতক্ষণ ধরে ডাকছি!"
"বুঝি নাই যে আমাদেরই বলছেন, আমাদের নাম ধরে তো আর বলেন নাই!।"
"আসলে ফ্ল্যাট-বাড়ি তো... ... আমিতো সবুজকে অনেক্ষণ ধরে ডাকলাম, আগুন দেখে ভয় পেয়ে গেছিলাম..."

আমরা তিন বন্ধু খুব বিরক্ত হলাম! সামান্য একটা বার-বি-কিউ এর আগুন দেখে মহিলা যে রিএকশন দিলেন তাতে আরেকটু হলে তো মনে হয় তিনি ফায়ার-সার্ভিস খবর দিয়ে দিতেন!

বন্ধুর নতুন চাকরীর সুবাদে আমরা ৫জন পার্টি করছিলাম তার বাসার ছাদে। বার-বি-কিউ এর জন্য আগুন ধরাতেই হয়ে গেল এত কাহিনী!

আসলে বর্তমানে আমাদের দেশের যা অবস্থা তাতে এই ধরনের ভয় পাওয়া খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে।