Monday, September 3, 2012

জানি না কি হল... ?!

গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায়!
জেগে উঠলাম।
কেন জানি খুব ভয় মনের ভিতর অনুভব করলাম!
ঘড়ির দিকে তাকালাম; ৩:৩০টা বাজে।
বিছানায় উঠে বসলাম।

আলোটা জ্বালাতেই খেয়াল করলাম বিছানার পাশের জানালাটা খোলা! একবার মনে হল শুয়ে পড়ি। কেন জানি পারলাম না। কি যেন একটা চিন্তা মনে জেগে উঠল! ঠিক বুঝে উঠতে পারলাম না।

এই প্রথম অনেক বছর পর একটা অজানা ভয় পেয়ে বসল মনে। আমি জানালার দিকে তাকালাম। এগিয়ে যেতে সাহস পেলাম না। আবার জানালা খোলা অবস্থায় ঘুমাতে যেতে সাহস করছিল না। ধীরে ধীরে জানালার দিকে এগুলাম।

বাইরে ঘুটঘুটে অন্ধকার; সাথে ঝিঁঝিঁ পোকার ডাক।
আমি আসতে করে হাতটা বাড়ালাম জানালার দিকে।
আবারও ভয় হল মনে!

তাড়াহুড়া করে জানালাটা বন্ধ করে দ্রুত সরে আসলাম আর বিছানায় বসে পড়লাম। খানিক্ষণ চিন্তা করার চেষ্টা করলাম যে আসলে কি হয়েছিল! কিন্তু কোন উত্তর খুঁজে পেলাম না।

এই ধরনের কোন অজানা ভয় আমি আগে কখনও পাইনি! একইসাথে খুবই অবাক হলাম এবং ভয়ও পেলাম। জানি না কি হয়েছিল! তারপর ঘুমাতে গেলাম...